November 25, 2024
আঞ্চলিক

খুলনায় মাদক মামলায় একজনের ১০ বছর জেল

দ. প্রতিবেদক
খুলনায় মাদক মামলায় মোহাম্মদ কামরুল হাসান সানা নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদÐ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদÐ দেওয়া হয়েছে। দÐাদেশপ্রাপ্ত আসামি কয়রা উপজেলার খেওনা গ্রামের জিয়াদ আলী সানার ছেলে। গতকাল বুধবার দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ।
আদালতের সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৫ মার্চ খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নিরালা আবাসিক এলাকার এসএম সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালান। ওই বাড়ির নিচতলায় থাকতেন কামরুল হাসান সানা। সেখানে থেকে তিনি খুলনায় ফেন্সিডিলের ব্যবসা করতেন। তার শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি বস্তার ভেতর ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওইদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের খুলনা সদর দপ্তরের পরিদর্শক রবিউল ইসলাম বাদী হয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। একই বছরের ১৩ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সদর দপ্তরের তত্ত¡াবধায়ক রাজিউর রহমান কামরুল হাসানকে আসামি করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। ৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *