খুলনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ আটক ১
দ: প্রতিবেদক
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ ইমরান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল রবিবার সকাল ৯টার দিকে নগরীর খালিশপুরথানাধীন হাউজিং স্টেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত¡াবধানে ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা পান্নুর ভাড়াটিয়া মোঃ মনসুর এর পুত্র মোঃ ইমারনকে ৫১ পিস ইয়াবাসহ আটক করেন। এ ব্যাপারেন খালিশপুর থানায় আসামির বিরুদ্ধে মাদকের আইনে মামলা দায়ের করা হয়।