খুলনায় মাদকসহ গ্রেফতারের পর ছাত্রলীগ নেতা রাজু বহিস্কার
দ. প্রতিবেদক
৫০ পিস ইয়াবা ও এক বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারের পর খুলনা মহানগর ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক এস এম রাজু হোসেনকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। একই সাথে স্থায়ীভাবে বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হয়েছে। বহিস্কার হওয়া রাজু নগরীর আযমখান সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের একটি অংশ নিয়ন্ত্রণ করতেন বলে জানা গেছে।
বুধবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলনা মহানগর ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক এস এম রাজু হোসেনকে বহিস্কার করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে আরও বলা হয়েছে, সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে সাময়িকভাবে বহিস্কার করা হলো এবং একইসাথে স্থায়ীভাবে বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হয়।’
এর আগে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, ‘মঙ্গলবার রাতে নগরীর বাগমারা এলাকায় ফেন্সিডিল সেবনের সময় দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করলে রাজুর পকেটে টিস্যুর ভেতর মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় এক বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাজুকে কারাগারে পাঠানো হয়েছে।’
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ