খুলনায় মাদকবিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তাসহ আটক ৯
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী পৃথক অভিযানে শিল্প পুলিশের একজন এএসআইসহ ৯ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৩৫ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৮ টি মাদক মামলা রুজু করা হয়েছে। কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন- লবণচরা স্বপ্নপুর আবাসিক এলাকার বিল্লাল হুজুরের বাড়ীর ভাড়াটিয়া হাসেম শেখের ছেলে মো. টিটু শেখ (২৮), ৬নং কয়লা ডিপো এলাকার মৃত সোনা মিয়া হাওলাদারের ছেলে জালাল হাওলাদার (৫০), খালিশপুর দূর্বার সংঘ ক্লাবের সামনের নর্থ জোন বি-৬ এর মোঃ আব্দুল খালেকের ছেলে ফয়সাল হোসেন (২৫), দৌলতপুর দেয়ানা পূর্বপাড়ার বকুল তলার মোড়ের মোঃ মিঠু হাওলাদারের ছেলে মোঃ মনিরুল ইসলাম মুন্না (২৩), সোনাডাঙ্গা বানরগাতীর মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ আবুল কাশেম ওরফে সজিব (২১), দিঘলিয়া সেনহাটী আদর্শপল্লীর মোঃ মজিদ হাওলাদারের ছেলে মোঃ তুফান হাওলাদার ওরফে তুহিন (২৬), নগরীর বৈকালী পালপাড়ার মৃতঃ আলী আহম্মেদ হাওলাদারের ছেলে মোঃ সবুজ হাওলাদার (২৫), কুষ্টিয়ার দৌলতপুরের ভুরকাপাড়ার রহমত মন্ডলের ছেলে মোঃ হাফিজুর রহমান (৪০) তিনি শিল্প পুলিশের এএসআই ও খালিশপুর পুরাতন হাউজিং এসেস্টের সিরাজ হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (৪০)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ