খুলনায় মাদকবিরোধী অভিযানে আটক ১২
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে ১২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১০১ বোতল ফেনসিডিল, ৭৬ পিস ইয়াবা ও ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন- আনিচুজ্জামান হানিফ (২৯), মোঃ খায়রুল ইসলাম (২৬), মোঃ নয়ন মোল্লা (৩০), মাসুম সরদার (২৮), মোঃ হাসানুর সরদার (৩২), মোঃ ইয়াসিন সরদার (৩০), মোঃ জাহিদুল খন্দকার (৩২), শেখ তাহসান ইসলাম দীপ্ত ওরফে দিপু (২৮), মোঃ জুয়েল হাওলাদার (২৩), রিয়া আক্তার (১৯), মোঃ সারাফাত হোসেন (৪০), মোঃ আফছার আলী (৪০)। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৮টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ