খুলনায় মাদকবিরোধী অভিযানে আটক ৫
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।
আটকরা হলেন- শেখপাড়া লোহাপট্টি, হোল্ডিং নং-৫৭ বাড়ির মোঃ ফয়জুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলাম বাবু (৩২) গোবরচাকা মেইন রোডের মো. হান্নান খানের ছেলে মোঃ হানজালা খান (২০), গির্জা রোড, ছোট বয়রা, ০১ নং ক্রস রোডের মোঃ মুনসুর শিকদারের ছেলে মোঃ মফিজ শিকদার (২২), সোনাডাঙ্গা ময়লাপোতা পৌর বস্তির সোবহান হাওলাদারের ছেলে মোঃ জামাল হাওলাদার (২৫) ও নয়াবাটি গোলচত্ত্বর মোড়স্থ হাউজিং নতুন কলোনীর মোঃ মজিবুর রহমানের ছেলে কেএম মাহমুদুল হাসান রুবেল (৩৮)।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ