খুলনায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা
দ: প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে গতকাল রবিবার খুলনা মহানগর ও রূপসা উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় মজিদ স্বরণী সোনাডাঙ্গা এলাকায় তদারকি করে আল আরাফা রেস্তরায় মূল্য তালিকা না থাকা এবং নোংরা পরিবেশে রান্না করা ও ফ্রিজে বাসি খাদ্য সংরক্ষণের দায়ে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রূপসা উপজেলায় সুন্দরবন বেকারীকে নোংরা পরিবেশে বেকারী সামগ্রী তৈরি ও বৈধ লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। এছাড়া মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ কোন পন্য, ঔষধ ক্রয়/বিক্রয় করা হতে বিরত থাকতে ক্রেতা বিক্রেতাদের অনুরোধ করাসহ সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরোমণি খুলনা, ও ক্যাব খুলনা প্রতিনিধি।