May 19, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় ভুয়া চিকিৎসককে ২২ মাস কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা

দ. প্রতিবেদক
খুলনায় ভুয়া চিকিৎসককে এক বছর ১০ মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার রূপসার নৈহাটী কর্ণপুর স্টেশন মোড় এলাকায় আরাফাত হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে র‌্যাব-৬ এ অভিযান পরিচালনা করে। রোগীর ভুল চিকিৎসা করার দায়ে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২(২) ধারা মোতাবেক দণ্ডপ্রাপ্ত (ভুয়া ডাক্তার) ডাঃ মোঃ কামরুজ্জামান (৩৯) রূপসার রামনগর এলাকার মৃত নূরুজ্জামানের ছেলে।
দণ্ডপ্রাপ্ত তার দুই সহযোগী হল- রূপসার নৈহাটীর সরোয়ার হোসেন শেখের ছেলে আব্দুর রহমান (৩৪) ও একই এলাকার মৃত ওয়াহেদ মোড়লের ছেলে মোঃ আলম মোড়ল (৫২)। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। অভিযুক্ত ব্যক্তি ২ জন মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। যার মোবাইল কোর্ট মামলা নং-২০৪/২১ ২০৫/২১ এবং ২০৬/২১ তারিখ ২৫/০৮/২০২১। গ্রেফতারকৃত (ভুয়া ডাক্তার) ডাঃ মোঃ কামরুজ্জামান খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *