December 27, 2024
আঞ্চলিক

খুলনায় ভারতীয় ৪ বস্তা শাড়ি উদ্ধার

দ: প্রতিবেদক
খুলনায় চোরাচালানের সময় ৪ বস্তা ভারতীয় শাড়ি-কাপড় উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার ডুমুরিয়ার চুকনগর বাসষ্ট্যান্ডে যাত্রীবাহি বাস থেকে এগুলো উদ্ধার হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
জানা যায়, খুলনা-সাতক্ষীরা সড়কের আঠারমাইল মীর্জাপুর বাজার থেকে এসব শাড়ি-কাপড় বাসে করে খুলনা আনা হচ্ছিল। পুলিশের তল­াশী এড়াতে চোরাচালানীরা সীমান্ত থেকে খন্ড খন্ড পথে এসব শাড়ি-কাপড় পাচার করে থাকে। খুলনা এপিবিএন’র সিনিয়র এএসপি গোপিনাথ কাঞ্চিলাল’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এগুলো উদ্ধার হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *