January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত গার্মেন্টস শ্রমিক জেসমিন বেগম বাঁচতে চায়

দ. প্রতিবেদক
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি পুলিশ ফাঁড়ি এলাকার জেসমিন বেগম নামে এক গার্মেন্টস শ্রমিক ব্লাড ক্যান্সারের আক্রান্ত হয়েছে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হলেও তার মতো গরীব পরিবারের পক্ষে অর্থ যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসার জন্য অর্থ সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা (বিকাশ নং ০১৮৬৮-৬৬৭৮১৬), যোগাযোগের নম্বর ০১৯২০-৪৫২০২৭ ও ০১৭৯৭-৯৬০০৭৫।
অসুস্থ গার্মেন্টস শ্রমিক জেসমিন বেগম জানান, ‘আমি ও আমার স্বামী গার্মেন্টসে কাজ করি। গত ২১ এপ্রিল থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমাকে ঢাকার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে চিকিৎসার জন্য আমার প্রচুর অর্থের প্রয়োজন। এখন পর্যন্ত আমার জমানো টাকা, অলঙ্কার, জমি-জমা সব বিক্রি করে ফেলেছি। এখন প্রতি ২০ দিন পর পর ব্লাড ও ক্যামো দেওয়া হয়। যার জন্য ২৫ হাজার করে টাকার প্রয়োজন। যা আমার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়।’
তিনি আরও জানান, ‘আমার পরিবারে ২টি সন্তান রয়েছে। ছেলের বয়স ৪ বছর, মেয়ের বয়স ৬ বছর। এখন সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আকুল আবেদন আমার চিকিৎসার জন্য আপনারা কিছু টাকা-পয়সা দিয়ে সাহায্য করেন। যাতে আমার অসহায় পরিবারটি বেঁচে যেতে পারে।’

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *