খুলনায় বিড়ি খাওয়ার দিয়াশলাই নিয়ে মারামারি, যুবক নিহত
দ. প্রতিবেদক
খুলনায় দিয়াশলাই নিয়ে মাদক সেবনকারীদের মারামারিতে জামাল ওরফে টুটে জামাল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকার সেনপাড়াতে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই এলাকার শামসুর ছেলে। তিনি পেশায় একজন ট্রাকের হেলপার ছিলেন। একইসঙ্গে তিনি গোডাউনে শ্রমিকের কাজও করতেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেন বলেন, বিড়ি খাওয়ার জন্য দিয়াশলাই নিয়ে কয়েকজন মধ্যে কথা কাটাকাটি হয়। এতে একপর্যায়ে তাদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে জামাল মারা যায়। পরে ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়। এ ঘটনার সঙ্গে যারা জড়িত সবাই মাদকাসক্ত।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ