খুলনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা
দ. প্রতিবেদক
খুলনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। গতকাল বুধবার সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম ডুমুরিয়া উপজেলায় এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, ডুমুরিয়া উপজেলার কাঠালতলা বাজারে তদারকি করে মূল্যবিহীন বিদেশী কসমেটিকস রাখায় সুমন ট্রেডিংকে ৫ হাজার টাকা, তমা স্টোরকে ৫ হাজার টাকা, মূল্যবিহীন ওষুধ (ফিজিসিয়ান স্যাম্পল) রাখায় মাতৃ মেডিকেল হলকে ৩ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় নিউ ঘোষ ডেয়ারিকে ২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অপর আরেকটি অভিযানে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তা মোড় তদারকি করে মূল্য তালিকা না থাকায় স্বপনের মিষ্টির দোকানকে ১ হাজার টাকা, গৌরাঙ্গ মিষ্টি ভান্ডারকে ১ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন খুলনা।