এপ্রিলে খুলনায় বিভাগে করোনায় আক্রান্ত ১৩৬ জন, মৃত ৩
বিশেষ প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় (৩০ এপ্রিল, ২০২০ দুপুর ১২ টা পর্যন্ত) আরো ১৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে খুলনা ও যশোর ল্যাবে। এ মিলে বিভাগে মোট করোনা রোগী সংখ্যা দাঁড়ালো ১৩৬ এ ।
নতুন সনাক্ত রোগীদের মধ্যে ১ জন খুলনার, ২ জন বাগেরহাটের, ১২ জন যশোরের, ২ জন কুষ্টিয়ার এবং ১ জন চুয়াডাঙ্গা জেলার।
খুলনা সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তার তথ্যমতে, শুধুমাত্র খুলনা জেলায় এ নিয়ে মোট ১৩ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে এ পর্যন্ত। সর্বশেষ গতকালকে দৌলতপুর থানার অন্তর্গত ঋষিপারায় একজনের করোনা সনাক্ত হয়। পরে জেলা প্রশাসন থেকে এলাকাটি লকডাউন করা হয়।
বিভাগীয় সহকারি পরিচালক (স্বাস্থ্য) ডঃ ফেরদৌসি আক্তার জানান, ” গত ২৪ ঘণ্টায় আমরা ১৪৬ জনের নমুনা পরীক্ষা করেছি আর এগুলো মিলে বিভাগে আমাদের মোট পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ২২৮৫ এ। এর মধ্যে থেকে বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী পাওয়া গেছে ১৮ জন।
তিনি আরো জানান বিভাগে এপ্রিলের ৭ তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার পর আজকে পর্যন্ত ( দুপুর ১২টা) ২২৮৫ জনের নমুনা পরীক্ষা করে মোট করোনা রোগী পাওয়া গিয়েছে ১৩৬ জন।
এই ১৩৬ জনের ভেতর
- ১৩ জন খুলনার
- ৩ জন বাগেরহাটের
- ৫৬ জন যশোরের
- ২২ জন ঝিনাইদাহের
- ৩ জন মাগুরার
- ১৩ জন নড়াইলের
- ১৬ জন কুষ্টিয়ার
- ৮ জন চুয়াডাঙ্গার
- এবং ২ জন মেহেরপুরের
এদের মধ্যে থেকে এ পর্যন্ত ৩ জন মারা গিয়েছে এবং ১৬ জনের চিকিৎসা চলছে আইসলেশন ওয়ার্ডে এ মুহূর্তে। এছাড়া ৪ জনকে চিকিৎসা শেষে করোনামুক্ত হওয়ার পর ছাড়পত্র দেওয়া হয়েছে এবং বাকিরা সবাই যে যার বাড়ীতে বসে চিকিৎসা নিচ্ছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন জেলায় নতুন করে আরো ৩১৯ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং মোট কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা হল ২৫,৬২৮।
এদের মধ্যে ২০,৮৯৪ জন কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছে এবং বাকি ৪,৭৩২ জন এ মুহূর্তে কোয়ারেন্টাইনে আছে খুলনা বিভাগের ১০ জেলায়।
এ পর্যন্ত করোনা সন্দেহে ১৬৮৪ জনকে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসলেশনে নেওয়া হয়েছে যার মধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে ১,০৪৫ জনকে।
এছাড়াও শুরু থেকে এ পর্যন্ত করোনা রোগী সন্দেহে ৩৯৫ কে বিভিন্ন সময়ে হাসপাতালের আইসলাশনে ভর্তি করা হয়েছে যার মধ্যে ১৬৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে ও বাকি ২৬৬ জনের চিকিৎসা চলছে।