খুলনায় বিক্রেতাবিহীন সবজি ও নিত্যপণ্যের দোকান উদ্বোধন
তথ্য বিবরণী
কৃষি বিপণন অধিদপ্তরের খুলনা কার্যালয়ের তত্ত্বাবধানে খুলনা নগরীর নিরালা-আলকাতরা মোড় এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হলো বিক্রেতাবিহীন সবজি ও নিত্যপণ্যের ভ্রাম্যমান দোকান। হাতের মুঠোয় কাঁচাবাজার শীর্ষক উদ্যোগের আওতায় ক্লোজ সার্কিট ক্যামেরা সংযুক্ত বিক্রেতাবিহীন এই দোকান হতে ক্রেতারা পণ্যের গায়ে লেখা মূল্য নির্ধারিত বাক্সে রেখে সবজি ও নিত্যপণ্য নিজেরাই বাছাই করে নিতে পারবেন।
গতকাল বুধবার বিকেলে এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান। এসময় জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ