January 22, 2025
আঞ্চলিক

খুলনায় বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের জনসচেতনতামূলক অনুষ্ঠান

 

খবর বিজ্ঞপ্তি

দেশব্যাপী ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনায় আগমন ও ফিরতী যাত্রায় সকলকে সচেতন করার লক্ষ্যে জনসচেতনতা অনুষ্ঠান করেছে খুলনা জেলা মিনিবাস কোচ মালিক সমিতি ও খুলনা বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়ন।

গতকাল সোমবার বেলা ১২টায় সোনাডাঙ্গা বাস টার্মিনাল চত্ত¡রে এ জনসচেতনামূলক অনুষ্ঠিত হয়। খুলনা জেলা মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন খুলনা সিভিল সার্জন আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, কেএমপির ডিসি এম এম শাকিলুজ্জামান, খুলনা জেলা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ কামাল, মোঃ ফজলুল হক, কাউন্সিলর আলী আকবর টিপু, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস, খুলনা জেলা মিনিবাস কোচ মালিক সমিতির সহ-সভাপতি মোঃ মিরাজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সাগর, আনোয়ার হোসেন সোনা, কোষাদক্ষ মোঃ আব্দুল হাই, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল আজিজ, সহকারী কনজারভেন্সি অফিসার আব্দুল রকিব, সরদার আলমগীর, শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ আলিম, খুলনা বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নূরুল ইসলাম বেবী, খুলনা বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিল্পব, শাহীন আলম, রুমান আহমেদ, আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠান শেষে সোনাডাঙ্গা বাস টার্মিনালের বিভিন্নস্থানে ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *