খুলনায় ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ২
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১টি মাদক মামলা রুজু করা হয়েছে।
আটককৃতরা হলেন- সোনাডাঙ্গা মডেল থানার শেখপাড়া শেরে বাংলা রোডের মৃত মীর মনির হোসেনের ছেলে মীর এনরোজ হোসেন ফয়সাল (২৯) এবং একই থানার মাহফুজা মঞ্জিল, ১৮ মিনারা মসজিদ রোড, সোলাইমান নগরের মৃত নিতাই দাসের ছেলে নিপুন দাস (৩৪)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ