খুলনায় প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
তথ্য বিবরণী
খুলনায় ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভলপমেন্টাল ডিজঅর্ডারসহ সব ধরণের প্রতিবন্ধীর ক্ষমতায়ন প্রকল্পের’ আওতায় ২০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন গতকাল রবিবার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)’র খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিসিসি খুলনার আঞ্চলিক পরিচালক শেখ মফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে খুব সহজেই কর্মক্ষম করে গড়ে তোলা যায়। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমেই তাঁদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়ন সম্ভব। প্রশিক্ষিত সুবর্ণ নাগরিকরা (প্রতিবন্ধী) দেশে ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছেন। আইসিটি বিষয়ক এ প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কোর্সের প্রশিক্ষক সোহেল রানা ও শিবলী আবেদীন। ২০ দিনব্যাপী প্রশিক্ষণে খুলনা বিভাগের বিভিন্ন জেলার ২০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।