খুলনায় প্রতারণা করে ইজিবাইকের লাইসেন্স নেওয়ার চেষ্টা, প্রতারককে থানায় সোপর্দ
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে ইজিবাইক চলাচলের অনুমতি সংক্রান্ত লাইসেন্স প্রদানকালে প্রতারণার আশ্রয় গ্রহণ করায় প্রতারককে খালিশপুর থানায় সোপর্দ করা হয়েছে। খালিশপুরস্থ প্রভাতী স্কুল মাঠে রবিবার এ ঘটনা ঘটে।
কেসিসি সূত্র জানায়, কেসিসি’র লাইসেন্স (যানবাহন) শাখা কর্তৃক মাসব্যাপী ইজিবাইক চলাচলের অনুমতি সংক্রান্ত লাইসেন্স প্রদান কার্যক্রম চলাকালে দৌলতপুরস্থ ২নং ওয়ার্ডের সাহেবপাড়া এলাকার বাসিন্দা জনৈক মো: আব্দুর রাজ্জাক-এর পুত্র মিরাজুল ইসলাম ইজিবাইকের স্টিকার তুলে পুনরায় একই ইজিবাইক দেখিয়ে আরেকটি লাইসেন্স গ্রহণের চেষ্টা করেন যা লাইসেন্স প্রদান সংক্রান্ত কেসিসি’র নীতিমালা (একজন মালিক/চালক একটি লাইসেন্স গ্রহণ করতে পারবেন) পরিপন্থী। এছাড়া একই ব্যক্তি অন্য আরেকজন মিরাজুল ইসলামের জাতীয় পরিচয় পত্র নিজের দাবি করে আরেকটি লাইসেন্স গ্রহণের চেষ্টা করেন।
এ ঘটনায় কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তা দু’টি ইজিবাইকসহ মিরাজুল ইসলাম ও ইজিবাইক চালক’কে খালিশপুর থানায় সোপর্দ করেন। ভবিষ্যতে এ ধরনের কোন প্রকার প্রতারণার আশ্রয় নেয়া হলে তাদের বিরুদ্ধেও আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কেসিসি কর্তৃপক্ষ জানান।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ