April 24, 2024
আঞ্চলিক

খুলনায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১০৩

দ: প্রতিবেদক
খুলনা জেলা ও মহানগর পুলিশের অভিযানে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মাদকবিক্রেতাসহ ১০৩ জনকে আটক করা হয়েছে। খুলনার ৯টি ও মহানগরের ৮ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, খুলনার বিভিন্ন থানা এলাকায় জেলা পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় মোট ১৭ জন মাদকবিক্রেতাসহ মোট ৬৪ জন আসামিকে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে। আটক মাদকবিক্রেতাদের কাছ থেকে ৪১০ পিস ইয়াবা ও ১২৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মহানগরের বিভিন্ন থানা এলাকা থেকে ১৫ জন মাদকবিক্রেতাসহ মোট ৩৯ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ৭৬ পিস ইয়াবা, তিন বোতল ফেনসিডিল ও ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *