খুলনায় পুলিশের ওসিসহ একদিনে সর্বাধিক ৪৯ জনের করোনা শনাক্ত
দ. প্রতিবেদক
খুলনায় গত ২৪ ঘণ্টায় পুলিশের একজন ওসিসহ একদিনে সর্বাধিক ৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তদের ৩১ জন খুলনা মহানগরীর, বাকিরা বিভিন্ন উপজেলার। খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা উষা দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার খুমেকের পিসিআর মেশিনে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ১৮৩টি। এদের মধ্যে মোট ৪৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৩১ জন খুলনার। বাকিদের মধ্যে রূপসা উপজেলার ১০ জন, দাকোপের ৩ জন, ডুমুরিয়ার ২ জন, তেরখাদার ২ ও পাইকগাছা ১ জন রয়েছেন।
তিনি আরও জানান, খুলনা শনাক্তদের মধ্যে রয়েছেন- সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (৪৫), খুলনা মেট্রোপলিটন পুলিশের ৩৮ বছরের একজন, কেএমপির দৌলতপুর থানার ৪৮ বছরের একজন, রূপসা উপজেলার নয়াহাটি এলাকার ৩৫ বছরের যুবক, দাকোপের বাজুয়া চুনকুড়ি এলাকার ২৩ বছরের তরুণী, ডুমুরিয়া উপজেলার ৫২ বছরের এক ব্যক্তি, নগরীর ডাকবাংলা এলাকার ফিরোজ ম্যানশনের ৪৮ বছরের এক ব্যক্তি, শিরোমণি এলাকার ৬৯ বছরের এক বৃদ্ধ, তেরখাদা উপজেলার ৫০ বছরের একাউন্ট অফিসার, একই অফিসের ৪০ বছরের অডিটর, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ বছরের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), দাকোপের সাহেবিপাড়াবাদ এলাকার ২৬ বছরের তরুণী, নগরীর সাউথ সেন্ট্রাল রোডের ৬৫ বছরের এক বৃদ্ধা ও ৩ বছরের এক মেয়ে, শশিভূষণ রোডের ৩৭ বছরের এক ব্যক্তি, ৩৭/৪ দিলখোলা রোডের ৫০ বছরের এক নারী, ডুমুরিয়ার কালিকাপুরের ৫০ বছরের এক ব্যক্তি, নগরীর এসআই নীরের ৩৪ বছরের এক ব্যক্তি ও আরেকজন যার বয়স উল্লেখ নেই, নগরীর বেণী বাবু রোডের ৪৮ বছরের এক ব্যক্তি, বয়রা মধ্যপাড়ার ২৭ বছরের যুবক, রূপসার আইচগাতি এলাকার ৭৫ বছরের এক বৃদ্ধ, ৬০ বছরের এক বৃদ্ধা, ৪৬ বছরের এক নারী, আরেক ব্যক্তির বয়স উল্লেখ নেই, দেয়াড়া এলাকার ৪৫ বছরের এক ব্যক্তি, ২২ বছরের এক তরুণী, ২৮ বছরের এক যুবক, ৪৩ বছরের এক ব্যক্তি, ২২ বছরের এক তরুণ, কেডি ঘোষ রোডের ২০ বছরের এক তরুণী, খুলনা মেডিকেল কলেজের ৩২ বছরের এক ব্যক্তি, ৪০ বছরের এক নারী ও ৫২ বছরের এক নারী, আবু নাসের হাসপাতালের ৩৯ বছরের এক ব্যক্তি, রূপসার শতদল ক্লিনিকের ৫৮ বছরের এক ব্যক্তি, বিএনএস উপশম হাসপাতালের ৩২ বছরের এক ব্যক্তি ও ৪০ বছরের এক ব্যক্তি, বড়বাজার দাসপাড়া এলাকার ৫০ বছরের এক ব্যক্তি, সোনাডাঙ্গার ৫০নং রোডের ৪৫ বছরের এক নারী, খালিশপুর নেভী গেটের ৩৩ বছরের এক নারী ও ৩৪ বছরের এক ব্যক্তি, হোটেল অ্যাম্বাসেডরে থাকা ৩৬ বছরের এক ব্যক্তি, সোনাডাঙ্গার ৬৬ ও ৬৯ বছরের দুই বৃদ্ধা, নগরীর শেখপাড়া এলাকার ৭০ বছরের এক বৃদ্ধা, দোবা এলাকার ৫০ বছরের এক ব্যক্তি, নগরীর জোড়াগেট এলাকার ৫২ বছরের এক ব্যক্তি ও পাইকগাছার রাড়ুলী এলাকার ৩২ বছরের এক ব্যক্তি।
খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, একদিনে শনাক্ত হওয়ার দিক থেকে খুলনায় এটিই সর্বোচ্চ। এর আগে গত শনিবার একদিনে সর্বোচ্চ ৪৫ জনের করোনা শনাক্ত হয়, গত সোমবারও খুলনায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার ৪৯ জন শনাক্ত হওয়ার মধ্য দিয়ে একদিনে রেকর্ড সংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হলো। এনিয়ে খুলনা জেলা ও মহানগরীতে এখন পর্যন্ত ৪৯৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।