খুলনায় পাট ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৫ কোটি টাকা আত্মসাতের মামলা
দ. প্রতিবেদক
ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় খুলনায় মিতা ভট্টাচার্য ওরফে মিতা বাগচী নামে এক পাট ব্যবসায়ী নারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এই আদেশ দেন। মিতা ভট্টাচার্য ওরফে মিতা বাগচী খুলনার পাট ব্যবসায়ী সুজিত কুমার ভট্টাচার্যের স্ত্রী।
জেলার দৌলতপুরের ‘মেসার্স সৌরভ ট্রেডার্স’র স্বত্বাধিকারী মিতা ভট্টাচার্য ওরফে মিতা বাগচীর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বলে দুদকের পিপি খন্দকার মজিবুর রহমান জানান। তিনি বলেন, মিতা বাগচী উচ্চ আদালতের জামিনে ছিলেন। বুধবার তার নিম্ন আদালতে হাজির হওয়ার শেষ দিন ছিল। তিনি আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
তিনি আরও বলেন, ২০১০-১১ সালে সোনালী ব্যাংক স্যার ইকবাল রোড কর্পোরেট শাখা থেকে তিন কোটি ৭৪ লাখ টাকা ঋণ নেন সৌরভ ট্রেডার্সের স্বত্বাধিকারী মিতা ভট্টাচার্য, যা সুদ-আসলে ৫ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংকের এই টাকা আত্মসাৎ করেছেন মিতা। এই ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ