খুলনায় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
দ. প্রতিবেদক
খুলনায় নোংরা, অস্বাস্থকর ও খোলা পরিবেশ সেমাই উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার জরিমানা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
এ বিষয়ে তিনি জানান, বুধবার সকালে খালিশপুর বিএডিসি রোডের ভূইয়া ফুড ইন্ডাস্ট্রিজ ও মেসার্স সোনালী ফ্লাওয়ার মিলে তদারকিমূলক অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। অভিযানে ভূইয়া ফুড ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার ও মেসার্স সোনালী ফ্লাওয়ার মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে পথচারিদের মাঝে মাস্ক, লিফলেট বিতরণ করাসহ মাইকিং করা হয়। একই সাথে টিসিবির ট্রাক সেল কার্যক্রম তদারকি করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়