খুলনায় নিষিদ্ধ সংগঠন আল্লার দলের থানা নায়েকসহ আটজন গ্রেফতার
উগ্রবাদী নথিপত্র, মোবাইল ফোন উদ্ধার
দ. প্রতিবেদক
খুলনায় গোপন বৈঠককালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’র ৮ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, নগদ ১৮ হাজার ৯৯৫ টাকা এবং ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শনিবার দুপুরে র্যাব-৬ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল রওশনুল ফিরোজ এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’র লবণচরা থানার থানা নায়েক মোঃ হাফিজুর রহমান (৩২), সদস্য মোঃ জিল্লুর রহমান (৩১), মোঃ আলমগীর হোসেন মুন্সী (৩০), মোঃ কাইয়ুম হোসেন (৩৩), মোঃ রাজিবুল আলম (৩৭), মোঃ সুমন বেপারী (৩৩), মোঃ মুস্তাকিন হোসেন (২৬) ও মোঃ জাহাঙ্গীর (২৯)।
র্যাব-৬ এর সিও লে. কর্নেল রওশনুল ফিরোজ জানান, গত ১৮ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে খুলনার লবণচরা থানাধীন সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কাইয়ুম আয়রন ওয়ার্কসপের মধ্যে নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’র বেশ কয়েকজন সদস্য গোপন বৈঠকে করছে। এই সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ওই স্থানে অভিযান পরিচালনা করে আনুমানিক সকাল ৯ টা ৩৫ মিনিটে নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’র খুলনা লবণচরা থানার থানা নায়েকসহ ৮ জনকে গ্রেফতার করে র্যাব-৬।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত প্রধান আসামী নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’র খুলনার লবনচরা থানা নায়েক মোঃ হাফিজুর রহমান স্বীকার করে যে, সে গত ২০১৭ সালের জুন মাসে একই সংগঠনের এক শীর্ষ নেতার কাছে বায়াত গ্রহণ করে “আল্লার দল” সংগঠনের সদস্য পদ লাভ করে। ‘আল্লার দল’ সংগঠনের সদস্য হওয়ার পর থেকে সে তার তুষ কাঠের মিলের ব্যবসার পাশাপাশি স্থানীয় লোকজনকে দাওয়াত প্রদান করতে থাকে। পরবর্তীতে সে ২০১৮ সালে থানা নায়েক পদে দায়িত্বপ্রাপ্ত হয়। সংগঠনের পূর্বের দায়িত্বশীল ব্যক্তিরা গ্রেফতার হওয়ায় বর্তমানে অন্যান্য সদস্যদের সাথে গোপনে সাক্ষাতের মাধ্যমে সে তার ব্যবসার কাজের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এছাড়াও ওই নিষিদ্ধ সংগঠনের গ্রেফতারকৃত অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে এই সংগঠনের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তারা দেশের বিভিন্ন জায়গা হতে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত রয়েছে। তারা এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত প্রদান ইত্যাদি কর্মকান্ডে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে আসছে। বর্তমানে তারা দেশের বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের ভবিষ্যত কর্মপন্থা নির্ধারনের লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল বলে স্বীকার করে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ