January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

খুলনায় নারী ও শিশু অধিকার ফোরামের স্মারকলিপি প্রদান

খবর বিজ্ঞপ্তি
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনসহ নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অপরাধীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে নারী ও শিশু অধিকার ফেরাম খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।
রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশকৃত স্মারকলিপিতে নেতৃবৃন্দ এ দাবি জানান। একই সঙ্গে নারীর সম্ভ্রমহানী, শিশু ও নারীর উপর ক্রমবর্ধমান পৈশাচিক বর্বরতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফোরামের মহানগর আহ্বায়ক ও কেসিসির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, ফোরামের সদস্য সচিব নারীনেত্রী রেহানা ইসা, বিএনপি নেতা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, স ম আব্দুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ তারিকুল ইসলাম, মোল্লা খায়রুল ইসলাম, সিরাজুল হক নান্নু, শাহিনুল ইসলাম পাখি, শেখ সাদী, সাদিকুর রহমান সবুজ, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি নিজামুর রহমান লালু, হাসানুর রশীদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, এডভোকেট কানিজ ফাতেমা আমিন, ফোরাম নেতা মাহবুব আলম বাদশা, সাবেক কাউন্সিলর হাসনা হেনা, আনজিরা খাতুন, ইসহাক তালুকদার, ওয়াহিদুর রহমান দিপু, আব্দুল আলিম, আব্দুল মতিন, জি এম রফিকুল ইসলাম, গৌতম দে হারু, এডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আনিসুর রহমান, আরিফুল ইসলাম, মুশফিকুর রহমান অভি, আল মামুন, আলমগীর হোসেন প্রমূখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *