খুলনায় নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
বেসরকারি উন্নয়ন সংস্থা এশিয়া ফাউন্ডেশন ও আইডিই বাংলাদেশের উদ্যোগে বিপণন ব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন শীর্ষক উইএসএম প্রকল্পের সহযোগিতায় ইনপুট হাবের মালিক এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা নগরীর সোলায়মান নগর ইনপুট হাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আইডিই বাংলাদেশের ফিল্ড টিম ম্যানেজার ডা. বাবুলাল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন। এসময় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মতিয়ার রহমান, জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, খুলনা বিসিকের সহকারী হিসাব নিয়ন্ত্রক তাহেরা নাছরিন, শিল্প নগরী কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, জেপিডিসি কর্মকর্তা বোরহান উদ্দিন, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলু, এশিয়া ফাউন্ডেশনের রিজিওনাল ফিল্ড টিম লিডার বাসুদেব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।