খুলনায় নদী থেকে মাটি উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
দ. প্রতিবেদক
খুলনায় নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এন বি কে ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলার ভূমি সংক্রান্ত বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ ডুমুরিয়া থানা পুলিশ সদস্যগণ।
জেলা প্রশাসন সূত্র জানায়, ডুমুরিয়া উপজেলাস্থ কৈয়া বাজারের বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে শৈলমারী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এন কে বি ইটভাটাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। নদী রক্ষার মাধ্যমে পরিবেশ ও ভূ-প্রকৃতির উন্নয়নের প্রয়াসে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ