খুলনায় নতুন সিভিল সার্জনের যোগদান
দ. প্রতিবেদক
খুলনায় নতুন সিভিল সার্জন হিসাবে যোগদান করেছেন ডাঃ নিয়াজ মোহাম্মদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১৪ ডিসেম্বর ডাঃ নিয়াজকে গোপালগঞ্জ থেকে খুলনা সিভিল সার্জন অফিসে বদলীর নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ী তিনি ১৭ ডিসেম্বর দুপুরে খুলনায় সিভিল সার্জন হিসাবে যোগদান করেন।
জানা গেছে, খুলনার নবাগত সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বরিশাল মেডিকেল কলেজ থেকে পাস করে ২০তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে উত্তির্ণ হন। সবশেষ তিনি গোপালগঞ্জ সিভিল সার্জন হিসাবে এক বছর কর্মরত ছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদার বাসিন্দা মরহুম জয়নাল আবেদীন মোল্লার পুত্র ডাঃ নিয়াজ মোহাম্মদ। সহধর্মিনী কলেজের শিক্ষক। দাম্পত্য জীবনে তিনি ২ সন্তানের জনক।
নবাগত সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, হঠাৎ করেই বদলির আদেশ পেয়েছি। সেই আদেশ মেনেই নির্দিষ্ট সময়ের মধ্যে গত বৃহস্পতিবার খুলনাতে যোগদান করেছি। এছাড়া নবাগত সিভিল সার্জন যাতে যথাযথ ভাবে খুলনায় তার দায়িত্ব পালন করতে পারেন সেই জন্য সবার সহযোগীতা কামনা করেছেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ