খুলনায় নতুন ডিএলও যোগদান করায় পোল্ট্রি সমিতির শুভেচ্ছা
খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) হিসেবে মোঃ আব্দুল হান্নান খুলনায় যোগদান করায় গতকাল রবিবার বেলা ১২টায় নগরীর পাওয়ার হাউজ সংলগ্ন পশু হাসপাতালে ডিএলও’র সভাকক্ষে বিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল স্বাগত শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। পরে প্রাণিসম্পদের পোল্ট্রি-ডেয়ারী শিল্প, সমিতির গৃহীত কর্মসূচির উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে মতামত দেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অরুণ কান্তি মণ্ডল, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র খুলনার সহকারী পরিচালক ডাঃ সুশান্ত কুমার হালদার, সরকারি হাঁস ও প্রজননখামার কেন্দ্রের সাবেক সরকারী পরিচালক শঙ্কর প্রসাদ মণ্ডল, পোল্ট্রি সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এস এম সোহরাব হোসেন, শাহ জাফর মাহমুদ মেহেতা, শেখ রেজানুল ইসলাম, মোঃ সালাহ উদ্দিন, আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, শেখ আব্দুল হালিম, শেখ শামসুর রহমান বাবুল, মোঃ রাসেল আলম প্রমুখ।