April 21, 2025
আঞ্চলিক

খুলনায় দুঃস্থদের মাঝে র‌্যাবের শীতবস্ত্র বিতরণ

 

দ. প্রতিবেদক

খুলনার বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন র‌্যাব-৬ অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ, বিএসপি, পিএসসি। গত বুধবার রাতে নগরীর রেলস্টেশন এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র পেয়ে অসহায় দুঃস্থ লোকজন র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এ সময় র‌্যাব-৬ এর অধিনায়ক জানান, র‌্যাব জনস্বার্থে জনগণের সেবা করার জন্য সর্বদা নিয়োজিত থাকবে। প্রতি বছর অনেক গরীব অসহায় মানুষ শীতের কষ্ট সহ্য করতে না পেরে মারা যায়। নারী, শিশু ও বৃদ্ধ মানুষেরা শীতের সময় অনেক কষ্টে দিনাতিপাত করেন। তাদের এই কষ্ট কিছুটা লাঘবের জন্য র‌্যাব-৬ এর এটি একটি প্রয়াস মাত্র। র‌্যাব-৬ ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *