December 27, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের ৪ জনকে কারাগারে প্রেরণ

১৬ কোটি ৬১ লাখ টাকা লোপাট

 

দ: প্রতিবেদক

সাতক্ষীরা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়ের নামে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা লোপাটের মামলায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকাল কোম্পানীর কর্ণধার জাহের উদ্দিন সরকারসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল সোমবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শহীদুল ইসলাম জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জামিন না-মঞ্জুর হওয়া অন্যরা হচ্ছেন- ঠিকাদার জাহের উদ্দিনের বাবা হাজী আব্দুর সাত্তার সরকার, ভগ্নিপতি আসাদুর রহমান ও নিয়োগকৃত প্রতিনিধি কাজী আবু বকর সিদ্দিক। দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য জানিয়েছেন। এদিকে জামিন না-মঞ্জুর হওয়ার পরপরই একই দিনে দ্বিতীয় দফা জামিন শুনানীর তদবির শুরু করেন বিবাদী পক্ষ।

এ মামলায় সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানসহ মোট ৯ জনকে আসামী করা হয়েছে। জানা যায়, পরস্পর যোগসাজসে ১৫৯ ধরনের চিকিৎসা যন্ত্রপাতি না কিনেই ২০১৭-১৮ অর্থবছরে তিনটি মিথ্যা বিল-ভাউচারের মাধ্যমে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা লোপাট করা হয়। এ ঘটনায় গত ৯ জুলাই দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় দুদক সমন্বিত খুলনা কার্যালয়ে মামলা হয়। মামলা নং-২ (তাং ০৯/০৭/১৯)। মামলার বাদী দুদকের উপ-সহকারি পরিচালক মো. জালাল উদ্দিন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *