খুলনায় টাস্কফোর্সের অভিযানে দু’জনকে কারাদণ্ড, একজনের বিরুদ্ধে মামলা
দ. প্রতিবেদক
খুলনায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড ও এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা কর্তৃক মহানগরীর বিভিন্ন স্থানে এ মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন’র নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী’র তত্ত্বাবধানে জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহানগরীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে খুলনা সোনাডাঙ্গা থানাধীন বানরগাতি এলাকার কাদের খান রোডস্থ ৫/৭ হোল্ডিং নম্বরের বাড়ি থেকে ৪৩৫ পিস অ্যামফিটামিন যুক্ত ইয়াবাসহ একজনকে আটক করা হয়। অপরদিকে ইয়াবা সেবনরত অবস্থায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ দুইজন মাদকসেবীকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার ইয়াবা সেবনসহ ইয়াবা সেবনের সরঞ্জামাদি রাখার দায়ে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় রিপন গাজী (৪০) ও সাইদুল বাশার (২৭) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া উক্ত ইয়াবা ব্যবসায়ী ফাতেমা বেগম (২৮) এর বিরুদ্ধে ৪৩৫ পিস ইয়াবা সংরক্ষণের অপরাধে নিয়মিত মামলা দায়ের করার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দেন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ