May 5, 2024
আঞ্চলিককরোনালেটেস্ট

খুলনায় ছড়িয়ে পড়েছে করোনা রোগী, একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

জয়নাল ফরাজী : খুলনায় একদিনে রেকর্ড ১০২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৯৭ জনই খুলনা জেলা ও মহানগরীর। গতকাল বুধবার খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হয়। বাকি শনাক্তদের বাগেরহাটের দুইজন, যশোরের দুইজন এবং নড়াইলের একজন রয়েছেন। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার খুমেকের পিসিআর মেশিনে মোট ২৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ২৭০টি। এদের মধ্যে মোট ১০২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৯৭ জন খুলনার। বাকিদের মধ্যে বাগেরহাট জেলার দুইজন রয়েছেন, যাদের বর্তমান ঠিকানা খুলনা। এছাড়া যশোর জেলার দুইজন ও নড়াইল জেলার একজন রয়েছেন।
খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, খুলনা নতুন শনাক্ত হওয়া ৯৭ জনের মধ্যে রয়েছেন- খুলনা সদর হাসপাতালের সুগন্ধা সমাদ্দার (৪৮), নূরনগর বয়রার আয়ান (০৪), পাবলিক কলেজ বয়রার সোহাগী (ফলোআপ রোগি), অভয়নগর, যশোরের মানিক (৫০) (ফলোআপ), খুলনা মেডিকেলের প্রিজন হাসপাতালের ফাতেমা খাতুন (৫৬), শেখপাড়া খুলনার আলহাজ্জ আব্দুল গফুর (৬০), হোসেনপুরের সুমন (৩৭), রেলওয়ে স্টেশনের রফিকুল ইসলাম (৪৫), আইপি ৬ এর ইকবাল (৭০), জেলা কারাগারের ওমর আলী (৪৫), টুটপাড়া খুলনার শরিফুল (৫২), কাশেমনগর খুলনার সৈয়দ ইকবাল (৩৩), খোকন কমিশনার গলির আব্দুল খালেক (৫৯), সোনাডাঙ্গার আঃ সেলিম মল্লিক (৪০), রেলিগেট দৌলতপুরের রুমানা (৫৩), ৮২/৮৩ স্যার ইকবাল রোডের এহতেশামুল হক (৩৬), হরিণটানা বটিয়াঘাটার মিনারা খাতুন (৩৪), বাড়ি নং-৬২, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এলাকার আব্দুর রাকিব (৩৩), ৩০৩ খানজাহান আলী রোড তারেরপুকুরের আরিফুল হক মোল্লা (৩৮), হাফিজনগর সোনাডাঙ্গার চৌধুরী মনিরুজ্জামান (৪০), দরগা রোড গল্লামারীর আনিসুর রহমান (৩৬), বাড়ি নং-২৪৮, রোড নং-১৬ নিরালা আ/এর এবিএম ফরিদুল (৪১), দৌলতপুর খুলনার আলতাফ হোসেন হাওলাদার (৪৫), ৩৩৫ শেরে বাংলা রোডের আব্দুল গফ্ফার (৭৫), সদর থানা মোড়ের সুমন দাস (৩৮), বড় মির্জাপুরের রাজিব হাজরা (৩৯), ২৯ ইউসুফ রোঁ বড় মির্জাপুরের মৌসুমী সাহা (৩৫), ক্রিসেন্ট বাজার খালিশপুরের রবিউল ইসলাম (২৮), জোড়াগেট খুলনার আলী হোসেন (৩২), নর্থজোন খালিশপুরের সোহেল রানা (৩৮), গল্লামারীর সজিবুল ইসলাম (৩৭), বয়রার নারায়নচন্দ্র মন্ডল (৫৮), মোহাম্মাদনগর খুলনার শাহিন (৩৮), হাজী মহসিন রোডের আলমগীর শিকদার (৪৫), বানিয়াখামারের মাহাবুব (২৪), ছোট বয়রার আব্দুর রহমান (৩৯), ঠিকানা প্রকাশে অনিচ্ছুক খুলনা মহানগরীর ডাঃ গাজী শফিকুর রহমান, ৫০, বিকে রায় রোডের সুস্মিতা বিনতে সালাম ও আমির হোসেন (৩৮), খালিশপুরের সুমাইয়া (০৬), বঙ্গবাসীর আশিক এলাহী (২৮), বড় মির্জাপুরের মিস অনন্যা সেতু (২০)্, হাউজিং স্টেট খালিশপুরের ইউসুফ আলী (৮৬), ক্রিসেন্ট রোড খালিশপুরের শহিদুল ইসলাম (৩৩), বড় মির্জাপুরের অর্থি (১৪), আইডিয়াল কলেজ মোড় সোনাডাঙ্গার সানোয়ারা (৩২), পাবলা দৌলতপুরের মিতা (৪০), পুলিশ কোয়াটারের শারমিন (৩০), মিস্ত্রিপাড়ার সঞ্জিত রায় (৪৩), মুসলমান পাড়ার সাহেলা আক্তার (৪৫), পৈ পাড়ার বিকাশ মিত্র (৭৮) ও বিষ্ণু মিত্র (৭০), বাগমারার মোঃ সাইদ (৪৩), বিকে রায় রোডের ফারজানা পারভীন (৩৯), শেরে বাংলা রোডের শওকত (৫৫), হাজী ইসমাইল রোডের এসএম সাইদুর রহমান (৫০), আইডিয়াল কলেজের কায়েম হোসেন, গল্লামারীর মারিয়া (১৬), বড় বয়রার সাইফুল (৪৫) ও রেশমা খাতুন (৪২), খুমেকের ওয়াহিদুল ইসলাম (৪২) ও মিতালী খান (৩১), যশোর রোডের বেলাল আহমেদ চৌধুরী (৫৩), বঙ্গবাসী মোড় খালিশপুরের জান মোহাম্মাদ, বকুলতলা মোড় আড়ংঘাটার জুঁথী (১৬), কবিরবটতলা দৌলতপুরের সারাফাত (৫০), ০৩ হাউজিং এস্টেট খালিশপুরের শাওন (৩২), সবুজবাগ আবাসিক এলাকা সোনাডাঙ্গার বিলকিস ইসলাম (৪৭) ও মনিরুল ইসলাম (৫২), শেখপাড়ার আব্দুল গফফার (৫০), লাল হাসপাতাল খালিশপুরের পিছনের জাহাঙ্গীর হোসেন (৪৫), বিকে রায় রোডের উম্মে ইসলাম (২৯), মুজগুন্নী খালিশপুরের রেহানা পারভীন (৩৯), বিভাগীয় পুলিশ হাসপাতালের সাহানুর, জেলা কারাগার খুলনার শেখ শাহজালাল (২৪) ও ইমরান (২৭), শেখপাড়ার মোঃ মাহাবুব (২৫), সোনাডাঙ্গার হাসান মামুন (৪৭), কেএমপির আনোয়ার (৪০), ক্রিসেন্ট বাজার খালিশপুরের রাবেয়া বেগম (৫৯), জংশন রোড রায়মহলের রবিউল ইসলাম (৪৫), নবীনগর সোনাডাঙ্গার (৩৬) এসএম আলম (৫৫), ৪৪ কেডিএ এভিনিউর আকবার হোসেন, কেএমপির ইকবাল হোসেন (৩৫), হাজী ইসমাইল রোড বানরগাতীর সিদ্দিকুর রহমান (৪২) ও খাদিজা বেগম (৬০), গাজী মেডিকেল কলেজের আরিয়াম (৪০) ও বাবুল শেখ (৪০), কপিলমুনির দুললা চন্দ্র দাস (৫৮) (ফলোআপ) ও সোনাডাঙ্গা মডেল থানার ওসির স্ত্রী মমতাজ রেহানা (৩৬), খান মোহাম্মাদপুর রূপসার ফরিদ আহমেদ (৪১), দিঘলিয়ার রাজু শেখ (৩২), কেশবপুর যশোরের হারুন অর রশিদ (৫৮), বাদুরগাছা ডুমুরিয়ার অনামিকা (৩০) ও ডুমুরিয়ার আব্দুল ওয়াজেজ (৪০)।
খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, একদিনে শনাক্ত হওয়ার দিক থেকে খুলনায় এটিই সর্বোচ্চ। খুমেকের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়ার দিক থেকেও এটি সর্বোচ্চ। এর আগে গত মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ৪৯ জনের করোনা শনাক্ত হয়। যার সবাই খুলনা মহানগরী ও জেলার। এছাড়া গত সোমবার খুলনায় ৪২ জনের এবং গত শনিবার ৪৫ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে খুলনা জেলা ও মহানগরীতে এখন পর্যন্ত ৫৯১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *