খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তিন করোনা রোগীর মৃত্যু
দ. প্রতিবেদক
খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধাসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন- মোঃ আব্দুল কাদের (৭৮), তাসলিমা বেগম (৬৫) ও আজিজুর রহমান (৭০)। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুন্সি রেজা সেকেন্দার তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩১ আগস্ট বাগেরহাটের মোড়েলগঞ্জ এর বাসিন্দা মোহাম্মদ আবদুল কাদের করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। ঝিনাইদহ জেলার বারোবাজার এলাকার সরোয়ার হোসেনের স্ত্রী তাসলিমা বেগম করণা আক্রান্ত হয়ে গত ২৮ আগস্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দিবাগত রাত তিনটায় তিনি মারা যান। এছাড়া খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার করিমনগর এর বাসিন্দা আজিজুর রহমান গত ২৪ আগস্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দিবাগত রাত সাড়ে পাঁচটায় তিনি মৃত্যুবরণ করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ