May 4, 2024
আঞ্চলিককরোনালেটেস্ট

খুলনায় চার পুলিশ, এক চিকিৎসকসহ ৬০ জনের করোনা শনাক্ত

দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে চারজন পুলিশ সদস্য, একজন চিকিৎসকসহ ৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলা ও মহানগরীর ৪২ জন রয়েছেন। এছাড়া যশোরের একজন, বাগেরহাটের ছয়জন, সাতক্ষীরার সাতজন, নড়াইল, মাগুরা, পিরোজপুর ও পঞ্চগড়ের একজন করে রয়েছেন। আজ সোমবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, সোমবার খুমেকের পিসিআর মেশিনে মোট ২৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ১৬৯টি। এদের মধ্যে মোট ৬০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৪২ জনই খুলনার। এছাড়া যশোর জেলার একজন, বাগেরহাট জেলার ছয়জন, সাতক্ষীরা জেলার সাতজন, নড়াইল, মাগুরা, পিরোজপুর ও পঞ্চগড় জেলার একজন করে রয়েছেন।
তিনি আরও জানান, খুলনা শনাক্তদের মধ্যে রয়েছেন- খুলনা মেট্রোপলিটন পুলিশের সেকেন্দার আলী (৫৬), হাফিজুর রহমান (৩৬), নুসরাত জাহান রিমি (২৪), সার্জেন্ট মামুন (৩১), হোটেল অ্যাম্বাসেডর এ থাকা ডা. সৈয়দ আসিফ ইকবাল (৩৩), মরিয়ম আক্তার (৩৬), নিরালা আবাসিক এলাকার জেসমিন ইসলাম (৫২), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কুলসুম (২৬), সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের লাইলী (৬০), শেখপাড়া মেইন রোডের মো. আলী (৭৪), খালিশপুর ক্রিসেন্ট পাকা কলোনীর জাহাঙ্গীর আলম (৪৮), হাজী মহসিন রোডের মো. জাবেদ (৪০), খালিশপুর দক্ষিণ কাশিপুরের আ: গফ্ফার মল্লিক (৬০), রূপসার আলতাফ হোসেন লেনের মো. আশিকুর রহমান (২৫), বসুপাড়া লেনের মো. আবু নাসের (৬০), নিরালা আবাসিক এলাকার ১৩নং রোডের মো. আঃ জব্বার (৩২), দৌলতপুর পাবলার নূর আলম (২৩), লবণচরা এলাকার রাফেজা (২৫), খালিশপুরের মো. সেলিম (৫৫), রূপসার হাফিজুর রহমান (৪২), দৌলতপুরের মো. কামাল হোসেন (৩৬), রূপসা পাইকারী বাজারের মো. শাহিন মুন্সি, টুটপাড়া মহিরবাড়ি খালপাড়ের শরীফ, খুলনা জেলা কারাগারের তুষার ইমরান (২৪), পুলিশ লাইন পূর্ব গলির অঞ্জন দাস (২৯), পুস্পিতা দাস (২৪), তেরখাদার পানতিতা এলাকার ওহিদুজ্জামান, শেখ আবু নাসের হাসপাতালের রাহেলা খাতুন (৪৩), কয়রার বামিয়া এলাকার আহম্মেদ মোর্তজা (২৪), পাইকগাছার শ্রীকান্তপুরের হিমা (২২), ১০/২ কেডিএ রোডের তুষার রায় (৫০), রূপসা স্ট্যান্ড রোডের মিসেস কবিতা (৫০), নগরীর নূরনগর এলাকার তকবির (২০), মো. শান্ত (২০), আসলাম হোসেন (৪৫), মো. রায়হান (৩২), মাইনুল ইসলাম (৩৭) ও শাহাদত (৬০), সোনাডাঙ্গা এলাকার মাহমুদা খাতুন (৬০), বানরগাতি এলাকার রুহুল আমিন (৪০), ছোট বয়রা এলাকার মো. গাউসুল আজম (৩৭), আভা সেন্টারে থাকা পল্লব কুমার দাস (২২)।
খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনা জেলা ও মহানগরীতে এখন পর্যন্ত ৪৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিভাগের দশ জেলার মধ্যে আক্রান্তের দিক থেকে খুলনাই শীর্ষে। জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *