খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের ৬৪ শতাংশই পুরুষ
দ. প্রতিবেদক
খুলনায় গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৬৪ শতাংশই পুরুষ ও ৩৬ শতাংশ নারী। সোমবার খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল পর্যন্ত সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী জেলা ও মহানগরীর ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুমেকের আরটি-পিসিআর ল্যাবে ২৫৭ জন, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ২১৪ জন ও ৫ জনের জিন এক্সপার্ট পরীক্ষা করা হয়। এদের মধ্যে মোট ১৬৩ জনের করোনা শনাক্ত হয়। করোনা শনাক্তদের ৬৪ শতাংশ পুরুষ ও ৩৬ শতাংশ নারী।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। আর করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪৭ জন। এ নিয়ে মোট ৯ হাজার ৭৪০ জন সুস্থ হয়েছেন।
এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে মোট ৩৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১১৪ জনের করোনা শনাক্ত হয়। খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন মোট ৩৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৮৬ জন খুলনা মহানগরী ও জেলার। এর মধ্যে ১১৪ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা নগর ও জেলার ৯০ জন, বাগেরহাট ১৯ জন, যশোর ২ জন, নড়াইলের ২ জন ও সাতক্ষীরা জেলার ১ জন রয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়