খুলনায় কৃষিবিদ দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, খুলনা কর্তৃক কৃষিবিদ দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনের কর্মসূচীর অংশ হিসাবে খুলনাস্থ কৃষিবিদগণ কৃষিবিদের অস্থায়ী কার্যালয় ১৭৭ শেরে বাংলা রোড হতে র্যালী সহকারে খুলনা প্রেসক্লাব অঙ্গনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশস্থলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন কেআইবি, খুলনা’র সভাপতি কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ, শেখ মোঃ শহীদুজ্জামান, পঙ্কজ কান্তি মজুমদার, ডাঃ মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ডাঃ অরুণ কান্তি মন্ডল।
“১৯৭৩ সালের ১৩ ফেব্রæয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর এক ঘোষণার মাধ্যমে কৃষিবিদগণ-কে চাকুরিতে প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেন”- আলোচকবৃন্দ জাতির জনকের এ ঘোষণা চির কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং সোনার বাংলা বিনির্মান সহ ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য মুক্তকরণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষিবিদ শংকর প্রসাদ মন্ডল, এস এম ফেরদৌস, ডাঃ এবিএম জাকির হোসেন, ডাঃ সুশান্ত কুমার হালদার, ডাঃ স্বপন কুমার রায়, মোঃ শামীম, রতন কুমার সরকার, মোঃ সোহরাব হোসেন, মোঃ আলাউদ্দিন, বাদল চন্দ্র বিশ্বাস, রুবায়েত আরা, মোঃ ইখতেখার আলম, আব্দুর রাজ্জাক, , রঘুনাথ কর, এ,বি,এম মাসুদ হাসান, কে, এম মাকসুদুন্নবী, শচীন্দ্রনাথ বিশ্বাস, শরীফ মোঃ তিতুমীর, ডাঃ সুশান্ত কুমার হালদার, মোঃ শাহীন ইসলাম, রাজিয়া সুলতানা, মোছাঃ হসনা ইয়াসমিন, মোঃ মিজানুর রহমান, ফরহাদিবা শামস্, মোঃ নজরুল ইসলাম, ডাঃ পার্থ প্রতিম রায়, জাহাঙ্গীর হোসেন, মোঃ হারুনর রশিদ, জেসমিন ফেরদৌস প্রমুখসহ প্রায় দুই শতাধিক কৃষিবিদ উপস্থিত ছিলেন।