April 26, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

খুলনায় করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ওয়ান ব্যাংক লি:

খবর বিজ্ঞপ্তি

দেশের বেসরকারি খাতের বানিজ্যিক ব্যাংক ওয়ান ব্যাংক লিমিটেডের উদ্যোগে ব্যাংকটির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় সম্প্রতি খুলনায় করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ব্যাংকটির প্রধান কার্যালয়ের নির্দেশনায় ও হেড অফ খুলনা জোন ও ভাইস প্রেসিডেন্ট জনাব আবু সায়েদ মো: আব্দুল মান্নাফের সার্বিক তত্ত্বাবধানে নগরীর গল্লামারী, বয়রা ও দৌলতপুরে গত ১৫.০৭.২০২১ তারিখে মোট ৩০৮ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

স্বনামধন্য এনজিও জাগরনী চক্র ফাউন্ডেশন কর্তৃক নির্বাচিত প্রত্যেক দুস্থ পরিবারকে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল,১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি পেঁয়াজ, ১০০ গ্রাম মরিচের গুড়া ও ১টি সাবানসহ প্যাকেজ দেওয়া হয়েছে।

খাদ্য সহায়তা অনুষ্ঠানে ওয়ান ব্যাংক লি: খুলনা শাখার রিলেশনশিপ ম্যানেজার মো: আরিফুর রহমান, ক্রেডিট অফিসার মো: রাজীব হোসেন, অ্যাসিস্টেন্ট অফিসার মো: শাকিল শেখ, জাগরনী চক্র ফাউন্ডেশনের জোনাল ম্যানেজার মোঃ মুরাদ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *