খুলনায় করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রেড ক্রিসেন্টের ত্রাণ সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ঝালবাড়ি গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, ডাল, তেলসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।
এ উপলক্ষে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতার রেড ক্রিসেন্টের প্রতিনিধি এবং ত্রাণ ও আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের বাংলাদেশ প্রধান বাস্সাম খাদ্দাম, রেড ক্রিসেন্টের জেলা ইউনিট লেবেল কর্মকর্তা (ইউএলও) আব্দুল বারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ সালাম ও অধ্যাপক নিমাই চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ও কামরুজ্জামান জামাল, আইন বিষয়ক সম্পাদক নব কুমার চক্রবর্তী, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জলিল তালুকদার, খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, আওয়ামী লীগ নেত্রী শিউলী সরোয়ার, জামিল খান প্রমুখ।
অনুষ্ঠানে শেখ হারুনুর রশীদ বলেন, করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী করা হচ্ছে। ভবিষ্যতে যে কোন সংকট ও দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম অব্যাহত থাকবে। কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় অনুষ্ঠানে ২ শতাধিক অসহায়, দুস্থ ও দরিদ্রদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নেও কাতার রেড ক্রিসেন্টের প্রতিনিধি বাস্সাম খাদ্দামের উপস্থিতিতে শনিবার বিকেলে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়