খুলনায় এসএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র নিষেধাজ্ঞা
তথ্য বিবরণী
আগামী ৩ ফেব্রæয়ারি থেকে সারাদেশে একযোগে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষে খুলনা মেট্রোপলিটন এলাকাধীন ৩ ফেব্রæয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিছু আদেশ জারী করেছেন।
পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের চারদিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা তার বেশি ব্যক্তি একসাথে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি বিষ্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন বস্তু বহন করতে পারবেন না এবং কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দিয়ে উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কেএমপি এলাকায় এবারে মোট ৩৩টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।