খুলনায় এরশাদের ২য় মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা ডাকবাংলাস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে বুধবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ-এর ২য় মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাড. মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যথাক্রমে জাতীয় পার্টি নগরের যুগ্ম আহ্বায়ক ও সোনাডাঙ্গা থানা সভাপতি শেখ নাজমুল কবির সাদী, যুগ্ম আহ্বায়ক ও সদর থানা সভাপতি তৈমুর হোসেন শাহীন, জাপা কেন্দ্রীয় নেতা ও নগর যুব সংহতির সভাপতি তোবারক হোসেন তপু, জাপা যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর থানা আহ্বায়ক আশরাফুল ইসলাম সেলিম, খালিশপুর থানা জাপা আহ্বায়ক শরীফ মোঃ শাহজাহান, জাপা যুগ্ম আহ্বায়ক ও খানজাহান আলী থানা সভাপতি এস এম আনিসুর রহমান, সদর থানা জাপার সাধারণ সম্পাদক কাজী হাসানুর রশীদ রাসেল, সোনাডাঙ্গা থানা জাপার সাধারণ সম্পাদক কাজী শহিদুল কাদির উৎসব, খানজাহান আলী থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, দৌলতপুর থানার সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, খালিশপুর থানা সদস্য সচিব সেলিম শিকদার, নগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব দেশ আহমেদ রাজু, সদর থানা জাপার সাংগঠনিক সম্পাদক মোস্তাফা কামাল রিপন, মহানগর জাপা নেতা মোঃ আলাউদ্দিন ফকির, মাহমুদ কাগজী, মোঃ বেলায়েত হোসেন, জান মোহাম্মদ, আব্দুর রশীদ, মোঃ সুমন হাওলাদার, গাজী মোশাররফ হোসেন, নগর ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ হাসান, সদস্য সচিব ইমানা আক্তার ইমু প্রমুখ। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
এদিকে খুলনা জেলা জাতীয় পার্টির উদ্যোগে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কোরআনখানি, ১২টায় দোয়া এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ। এছাড়া জেলার ৯টি উপজেলা ও দু’টি পৌর সভায় মসজিদে মসজিদে এবং দলীয় কার্যালয়ে দোয়ার কর্মসূচী পালন করা হয়। জেলা জাপার উদ্যোগে বেলা ১২টায় আয়োজিত ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপার সাঃ সম্পাদক এম হাদিউজ্জামান, কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেন, মোস্তফা শফিকুল ইসলাম ঢালী, এস এম এরশাদুজ্জামান ডলার, ওয়াদুদ মোড়ল, জেলা জাপার সহ-সভাপতি ফরহাদ হোসেন, জিএম বাবুল, সুলতান মাহমুদ, ফিরোজ মামুন, মাহাতাব চৌধুরি, আসাদুজ্জামান লিটু, শাহজান আলী সাজু, মফিজুর রহমান, গোলাম রসুল, অহিদুজ্জামান বাদল, মোবারক মৃধা, শফিকুল ইসলাম, সঞ্জয় গোলদার, জয়নাল, আঃ কুদ্দুস সরদার, ওমর ফারুখ, মিকাইল বিশ্বাস, খালিদসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
খালিশপুর থানা জাতীয় যুব সংহতি : খালিশপুর থানা জাতীয় যুব সংহতির উদ্যোগে বুধবার বিকেল সাড়ে ৫টায় বঙ্গবাসী স্কুল প্রাঙ্গণে হুসেইন মুহম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন খালিশপুর থানা যুব সংহতির আহ্বায়ক মোঃ শাকিল আহমেদ লাল ও পরিচালনা করেন সদস্য সচিব মোঃ মিলন খান।
স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সহ-সভাপতি দেলোয়ার হোসেন লালু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, যথাক্রমে হাফিজুর রহমান বাবলু, মোঃ মাসুদ আকুঞ্জী, শেখ মোঃ মাসুদ রানা, মোঃ রাসেল মামুন, মোঃ রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মাকসুদ, মোঃ শামীম হোসেন, মোঃ আকবর, এস কে রনি, মোঃ আকাশ, মোঃ বাপ্পী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রিয়াজ খান, মোঃ আমিন, মোঃ রানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন হুজুর শামীম হোসেন। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়