খুলনায় এক হাজার তিনটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
দ. প্রতিবেদক
খুলনায় এ বছর এক হাজার তিনটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ১৩২টি, দাকোপে ৮১টি, বটিয়াঘাটায় একশত নয়টি, তেরখাদায় একশত সাতটি, দিঘলিয়ায় ৫৯টি, রূপসায় ৭৫টি, ফুলতলায় ৩৩টি, ডুমুরিয়ায় দুইশত চারটি, কয়রায় ৫৪টি ও পাইকগাছায় একশত ৪৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে এক প্রস্তুতিসভায় এসকল তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে হবে। প্রত্যেক পূজামন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর মোবাইল নম্বর ঝুলিয়ে রাখতে হবে। বিনোদনের জন্য মেলার আয়োজন করা যাবে না। আরতির সময় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আইন-শৃঙ্খলা বাহিনীকে নজর রাখতে হবে। প্রত্যেক পূজামন্ডপের জন্য সেচ্ছাসেবক দল গঠন করতে হবে। নির্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জন ও বিসর্জনকালে শোভাযাত্রা পরিহারসহ সকল মণ্ডপে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সামগ্রী রাখতে হবে।
সভায় পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সকল উপজেলা নির্বাহী অফিসার, সরকারি কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়