April 24, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

খুলনার জলাবদ্ধতার কারণ খুঁজে বের করার দাবি বিএনপির

খবর বিজ্ঞপ্তি
আধা ঘণ্টা বৃষ্টিতে খুলনা শহর ডুবন্ত নগরীতে পরিণত হওয়ার কারণ খুঁজে বের করে দ্রুত পানি অপসারণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ নগরীর জলাবদ্ধতা প্রধান সমস্যা এবং জলাবদ্ধতা নিরসনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার গত ৩ বছরেও বাস্তবায়িত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। নেতৃবৃন্দ আশা করেন জনভোগান্তি দূর করতে খুলনা সিটি কর্পোরেশন অনতি বিলম্বে দুরদর্শিতার পরিচয় দেবে।
বিবৃতিদাতারা হলেন নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *