খুলনায় একদিনে পৃথক চারটি সড়ক দুর্ঘটনা, দুই কলেজছাত্রের মৃত্যু
দ. প্রতিবেদক
খুলনায় শুক্রবার ছুটির দিনে পৃথক চারটি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। পৃথক এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।
সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের বালিয়াখালী ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় জাহিদ খান (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত জাহিদ উপজেলার বানাই গ্রামের জাকির খানের ছেলে। তিনি ডুমুরিয়া কলেজের স্নাতক পড়ুয়া শিক্ষার্থী।
পুলিশ জানায়, সকালে খুলনা থেকে সাতক্ষীরার দিকে একটি বাস যাচ্ছিল। পথে বালিয়াখালী ব্রিজের কাছে এলে বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদের মৃত্যু হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আটকে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস, খর্নিয়া হাইওয়ে থানা ও ডুমুরিয়া থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, মরদেহ ও বাসটি খর্নিয়া হাইওয়ে থানার হেফাজতে আছে।
এদিকে শুক্রবার বিকালে খুলনা-যশোর মহাসড়কে ফুলতলা এ গফুর মেমোরিয়াল হাসপাতালের সামনে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক ও কলেজ ছাত্র ইব্রাহীম মোড়ল (২২) নিহত হন। তিনি ফুলতলার বরণপাড়া গ্রামের ওসমান মোড়লের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনাগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ-১৪-২১৯৮) এ গফুর মেমোরিয়াল হাসপাতালের সামনে এসেই তার সামনের ডানপাশের চাকা বিকট শব্দে পাঞ্চার হয়ে সড়কের মাঝামাঝি এসে যায়। ঠিক এ সময় বিপরীতমুখী মোটরসাইকেল ঐ মাইক্রোবাসের সাথে মুখোমুখি ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী ইব্রাহীম গুরুতর জখম হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইব্রাহীম ফুলতলা এম এম কলেজের ডিগ্রীর দ্বিতীয় বর্ষের ছাত্র। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এছাড়া শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। তবে এবার বাসের ২৫ জন আহত হলেও ৩ জন যাত্রীকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ডুমুরিয়া হাইওয়ে পুলিশের এসআই রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস চুকনগরে পৌঁছানোর আগে বটতলার পাশে উল্টে যায়। বাসটিতে ২০-২৫ জন যাত্রী ছিল। বাসটির সকলেই কম বেশি আহত হলেও ৩ জনকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর লবণচরা থানার সামনে একটি মোটরসাইকেল অপর একটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে দুই মোটরসাইকেলের ৪ জন আরোহীই আহত হন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ