January 19, 2025
আঞ্চলিককরোনালেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় একদিনে করোনা আক্রান্ত দু’জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮

দ. প্রতিবেদক
খুলনায় একদিনে করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত ১০ দিনে ৭ জন রোগীর মৃত্যু হয়েছে। করোনা ইউনিটে বর্তমানে ৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন রোগী।
খুমেক হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খন্দকার মনিরুজ্জামান (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি খুলনা মহানগরীর খালিশপুর আলমনগর এলাকার আবু তাহেরের ছেলে। গত ২২ মার্চ করোনা আক্রান্ত অবস্থায় তিনি খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল ৯টার দিকে করোনা আক্রান্ত ভর্তি রোগী আকরাম হোসেন (৭৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বাগেরহাট সদরের শানতলা এলাকার বাসিন্দা আফছার উদ্দীনের ছেলে। গত ২৯ মার্চ করোনা আক্রান্ত হয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের করোনা পজিটিভ এসেছে। কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১০৩ জন খুলনা মহানগরী ও জেলার। এদের মধ্যে ৩৮ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩১ জন, বাগেরহাটের ২ জন, যশোর ৩ জন, নড়াইল ১ ও নওগাঁর ১ জন রয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *