খুলনায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
দ. প্রতিবেদক
খুলনায় ইজিবাইকের ধাক্কায় সাখাওয়াত (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মহানগরীর সোনাডাঙ্গার সবুজবাগ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত সবুজবাগ এলাকার বাসিন্দা।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল ইসলাম বলেন, সবুজবাগ মসজিদের সামনে থেকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে ছুটে আসা ইজিবাইকটি সাখাওয়াতকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ