April 25, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় আ’লীগে যোগ দিলেন কেসিসি’র ১০ কাউন্সিলর

 

 

দ: প্রতিবেদক

দীর্ঘদিনের কানাঘোষা পর আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিলেন খুলনা সিটি কর্পোরেশনের ১০ জন কাউন্সিলর, ব্যবসায়ী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গতকাল রবিবার বিকালে নগরীর হাদিস পার্কের আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সাংসদ শেখ সালাহউদ্দিন জুয়েল, সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও আলহাজ্ব মিজানুর রহমান মিজানের হাতে ফুলের নৌকা দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

যোগদানকৃতরা হলেন সংরক্ষিত ১নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরা খাতুন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. ডালিম হাওলাদার, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনিসুর রহমান বিশ্বাষ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. গাউসুল আযম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মওলা শানু, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠু, জেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নূরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. কামাল হোসেন, বিশিষ্ট ধানচাল ব্যবসায়ী মো. ফজলুল হক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোজাম্মেল হক ভূইয়া বুলু, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ গাউছ হোসেন, দৌলতপুর থানা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আতাউর রহমান খোকন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ গোলাম হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা শেখ আব্দুল হাই, ২৩নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রুহুল আমিন মিন্টু, মহানগর বিএনপি’র সদস্য ও ২২নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পিয়াস, ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি লুৎফর রহমান, সদস্য শেখ মুজিবর রহমান ও আজমল সরদারসহ সহস্রাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করেন।

এ ব্যাপারে নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘মেয়র ও সাংসদ তাদের দলকে শক্তিশালী করতে অসৎ প্রক্রিয়ায় এগোচ্ছেন। এটা নিয়ে জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। বিএনপিতেও নেই। আনুষ্ঠানিকভাবে আগামীকাল প্রতিক্রিয়া জানানো হবে।’

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *