May 1, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় আ’লীগের সম্মেলন ঘিরে তৃণমূলে উচ্ছাস, ত্যাগীদের মূল্যায়নের দাবি

জয়নাল ফরাজী

খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে শুরু হয়েছে ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক সদস্য টিকিট বিতরণ। এরপর সদস্যদের মধ্য থেকে কাউন্সিলের মাধ্যমে তৃণমূলের নেতৃত্ব নির্বাচনের কথা রয়েছে। তবে সমঝোতা হলে কাউন্সিল অধিবেশন ছাড়াই নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। ইতোমধ্যে নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডে সমঝোতার মাধ্যমে শেষ হয়েছে সম্মেলন।

জেলায় পর্যায়েও বর্ধিত সভার মাধ্যমে প্রাথমিক সদস্য টিকিট চূড়ান্ত করা হচ্ছে। এর ফলে মহানগর ও জেলায় ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও উপজেলার সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ¡াস লক্ষ্য করা গেছে। তাদের দাবি, দীর্ঘদিনের পদবঞ্চিত ও মাঠ পর্যায়ের ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে তৃণমূলের নেতৃত্ব নির্বাচন করা হোক।

আওয়ামী লীগ সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে নগরীর হোটেল সিটি ইনে দলের খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি। ওই সময় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মহানগর আওয়ামী লীগের সম্মেল ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয় এবং খুলনা মহানগরের সব ওয়ার্ডের সম্মেলন ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার বিষয়ও চূড়ান্ত করা হয়। আর ১০ ডিসেম্বরের মধ্যে জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে ৪ অক্টোবর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির উপস্থিতিতে ৯টি উপজেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এ প্রতিবেদককে বলেন, ‘নগরীর তিনটি ওয়ার্ডে (১৩, ৭, ও ৮) সমঝোতার মাধ্যমে সম্মেলন শেষ করা হয়েছে। বাকি ওয়ার্ডগুলোতে সদস্য টিকিট বিতরণ কার্যক্রম চলছে। ৩০ নভেম্বরের মধ্যে ওয়ার্ড পর্যায়ের সম্মেলন শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. ফরিদ আহমেদ বলেন, ‘জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পর্যায়ের সম্মেলন শেষ করতে কাজ করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে সকল উপজেলা সম্মেলন শেষ করা হবে। ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ের বর্ধিত সভার মাধ্যমে সদস্য টিকিট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।’

এদিকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য টিকিট নামক ‘সোনার হরিণ’ পেতে বিভিন্ন ওয়ার্ডে দৌড়ঝাপ শুরু করেছেন হাইব্রীড ও অনুপ্রবেশকারীরা। নেতাদের সাথে যোগসাজশের মাধ্যমে সদস্য টিকিট পেতে মরিয়া তারা। তবে এসব অনুপ্রবেশকারীদের টিকিট না দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

এ বিষয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান এ প্রতিবেদককে বলেন, ‘ওয়ার্ড পর্যায়ে আমাদের কেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটি রয়েছে। ওই কমিটির আহŸায়ক, যুগ্ম আহŸায়ক ও সদস্য সচিব সদস্য টিকিট দেওয়ার ব্যাপারে ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে নাম জমা দিয়েছেন। সেখান থেকে যাচাই-বাছাই করে টিকিট দেওয়া হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী- হাইব্রীড ও অনুপ্রবেশকারীদের টিকিট পাওয়ার কোন সম্ভাবনা নেই। আর প্রতিটি ওয়ার্ডে এসব কার্যক্রম মনিটরিংয়ের জন্য মহানগর আওয়ামী লীগের মনিটরিং কমিটি রয়েছে বলে জানান তিনি।’

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *