খুলনায় আরও ১২৩ জনের করোনা শনাক্ত
দ. প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে আরও ১২৩ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যার মধ্যে ৫ জনের ফলোআপ রিপোর্ট রয়েছে। বাকি ১১৮ জনই নতুন শনাক্ত। আজ মঙ্গলবার তাদের নমুনা পরীক্ষার পর এসব তথ্য জানা গেছে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, খুমেকের পিসিআর মেশিনে মঙ্গলবার মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ২৫৯টি। এদের মধ্যে মোট ১২৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ১১৬ জন খুলনার। এদের মধ্যে ৫ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে, বাকি ১১১ জনই নতুন শনাক্ত। এছাড়া বাগেরহাট জেলার দুইজন, পিরোজপুর জেলার দুইজন, সাতক্ষীরা, নওগাঁ, গোপালগঞ্জ জেলার একজন করে রয়েছেন।