খুলনায় আন্তঃ ক্যাডার বৈষম্য রোধে প্রকৃচি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
আন্তঃ ক্যাডার বৈষম্য রোধ ও কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে প্রকৃচি খুলনা শাখার আহবায়ক কমিটির সাথে কৃষিবিদদের মতবিনিময় সভা মঙ্গলবার বিকাল ৫টায় উপ-পরিচালক কৃষি সম্পসারণ অধিদপ্তর এর কার্যালয় খুলনা খামার বাড়ী, রূপসায় অনুষ্ঠিত হয়।
খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও প্রকৃচি খুলনা শাখার আহবায়ক ডা. শেখ বাহারুল আলম এর সভাপতিত্বে সংগঠনের খুলনার সদস্য সচিব ইঞ্জিঃ সোবাহান মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ’র জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ খুলনা এর সাধারণ সম্পাদক ডা. অরুন কান্তি মন্ডল, স্বাচিপ খুলনা জেলা শাখার সভাপতি ডা. এস এম শামসুল আহসান মাসুম, কৃষিবিদ এস এম ফেরদৌস, কৃষিবিদ শেখ মোঃ শহীদুজ্জামান, কৃষিবিদ পঙ্কজ কান্তি মজুমদার, কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, কৃষিবিদ শেখ আব্দুল আওয়াল, কৃষিবিদ ড. বশির আহমেদ, কৃষিবিদ মোহন ঘোষ, কৃষিবিদ কিশোর আহমেদ, প্রকৌশলি হুসাইন মুহাম্মদ এরশাদ, প্রকৌশলি অধ্যাপক ড. মনিরুজ্জামান, ড. মোঃ জুলফিক্কার হোসেন এছাড়াও উপস্থিত বিপুল সংখ্যক কৃষিবিদ প্রকৃচির নেতৃবৃন্দের কাছে আন্দোলনের রূপরেখা প্রস্তুতে তাদের মতামত তুলে ধরেন।
সভা থেকে কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রনালয় প্রতিষ্ঠা ও আন্তঃ ক্যাডার বৈষম্য রোধে চলমান আন্দোলন বেগবান করতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান হয়। সভায় ডিসেম্বর মাস জুড়ে আমলাতন্ত্রের ষড়যন্ত্রের বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলি, কৃষিবিদ ও চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা এবং ২৫ ডিসেম্বর খুলনা বিএমএ ভবনে বিকাল ৩ টায় বাংলাদেশে আমলাতন্ত্রের স্বরূপ বিষয়ে সেমিনার ঘোষণা করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ