খুলনায় আগ্নেয়াস্ত্র জমা দিয়ে ৪৫ চরমপন্থীর আত্মসমর্পণ
দ: প্রতিবেদক
খুলনাসহ বিভাগের চার জেলার চরমপন্থী দলের মোট ৪৫ জন সক্রিয় সদস্য আত্মসমর্পণ করেছে। এ সময় তারা পুলিশের কাছে সাতটি আগ্নেয়াস্ত্র জমা দিয়েছে। গতকাল সোমবার বিকালে খুলনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চরমপন্থী দলের সদস্যরা অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন।
আজ মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করবেন। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেখানে ১৫ জেলার ছয় শতাধিক চরমপন্থী আত্মসমর্পণের কথা রয়েছে।
জেলা পুলিশ সুপার এসএম শফিউলাহ জানান, সন্ত্রাসী ও নিষিদ্ধ জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে এই চরমপন্থী সদস্যরা আত্মসমর্পণ করেছে। তারা আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবে। এদের মধ্যে খুলনার ৩৫ জন, সাতক্ষীরার ছয়জন, যশোরের দুজন ও নড়াইলের দুজন। এদের মধ্যে অধিকাংশ নিষিদ্ধঘোষিত বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য বলে জানা গেছে।
গতকাল সোমবার বিকাল সোয়া তিনটার দিকে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চরমপন্থী দলের সদস্যদের আত্মসমর্পণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হেলাল হোসেন ও খুলনা জেলা পুলিশের সুপার এসএম শফিউলাহ। এছাড়া সেখানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।